করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। বলিউড থেকে টলিউড সকল অভিনেতা- অভিনেত্রীরাই গৃহবন্দি। তবে ইতিমধ্যেই বলিউডের আরও এক অভিনেত্রী করোনায় আক্রান্তয় হয়েছেন। কণিকা কপূর এবং শাজা মোরানির পর এ বার করোনা আক্রান্ত হলেন আর এক বলি অভিনেত্রী জোয়া মোরানি। মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই অম্বানি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই জোয়ার দিদি শাজার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zoa💫 (@zoamorani) on

Find out more: