দেশ জুড়ে করোনা মোকাবিলায় লকডাউন ৩ মে পর্যন্ত। মঙ্গলবার সকালে জাতীর উদ্দেশে ভাষণে একথা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লকডাউনে গৃহবন্দি দেশবাসী। আর এই সময়ে প্রতিশ্রুতি রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। সোমবারই ২৫ হাজার পিপিই কিট পাঠালেন মহারাষ্ট্র সরকারের কাছে। যার জন্যে সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তরফে শাহরুখকে ধন্যবাদ জানানো হয়েছে।