করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। অভিনেত্রী সানি লিওনও রান্না করছেন। সানি লিওন নাকি একেবারে ‘অকর্মণ্য’। লকডাউনে বাড়ি বসে সারা দিন সেলফি তোলে অথবা ঘুমোয়। রান্না যে তিনি মাঝে মাঝে করেন না এমন নয়। কিন্তু তাও নাকি অত্যন্ত খারাপ! এমনটাই অভিযোগ সানির স্বামী ড্যানিয়েল ওয়েবরের। সানির ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ‘শার্টলেস’ ড্যানিয়েল মুখে সানির প্রশংসা করলেও, কাগজে লিখে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছেন।