করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ফিটনেসে। তবে বলিউডের সুন্দরী অভিনেত্রী ক্যাটরানি কাইফ করলেন বড় কাজ। অভিনেত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় জিনিসসের দায়িত্ব তিনি নেবেন। তিনি তাঁর ব্র্যান্ড কায় বিউটির (Kay Beauty) তরফে দিনমজুরদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যাটরিনার সংস্থার সঙ্গে এই কাজের উদ্যোগ নিয়েছে ডি’হাত ফাউন্ডেশন (De’Haat Foundation)। দুটি সংস্থা যৌথভাবে এই কাজে অংশ নেবে। অন্যদিকে, ২১ দিন লকডাউনের পর ফের দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এই ঘোষণার পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে ১৭০টি করোনা হটস্পট বেছে নিয়েছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৪টি জেলা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“May it be a light to u in dark places when all other lights go out “ (LOTR )..... 🪔 💛 #9baje9minute #staysafe #stayhome #togetherwearestronger

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

Find out more: