করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। তবে একেবারে নি:শব্দে চুপচাপ দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এলেন বলিউডের অভিনেত্রী আরতি ক্ষেত্রপাল। রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু অভিনেত্রী আতির এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে দুঃস্থ, অসহায় মানুষদের সাহায্য করছেন আরতি। নিঃশব্দে করে যাচ্ছেন এই কাজ আরতি। ক্যামেরার ফ্ল্যাশ বা প্রচার থেকে দূরে সরেই এই কাজ করতে দেখা যায় জি ফাইভ-এর ওয়েব সিরিজের এই জনপ্রিয় অভিনেত্রীকে।
অন্যদিকে, সলমান খান আগেই গান গেয়েছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সখে নয়, করোনা সংকটে দুঃস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে বলিউড। তামাম বলি সেলেবরা মিলিয়েছেন কাঁধে কাঁধ। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা। সবটাই লাইভে। আর এই লাইভ কনসার্টের নাম রাখা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’।