লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। ইরফানের শোকে যখন কাতর বলিউড, তখনই তার পরের দিনই আরও এক খারাপ খবর, নেই ঋষি কাপুর। ইরফানের মৃত্য়ুতে মুহ্যমান গোটা দেশ। ফের মৃত্যু বলিউডে। মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা মোহিত বাঘেল। সলমন খানের রেডি-র সহঅভিনেতা মোহিতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে শুরু করেছেন বলিউডের একাধিক সেলেব। পরিণীতি চোপড়া থেকে ড্রিম গার্লের পরিচালক রাজ সান্দালিয়ারা মুষড়ে পড়েছেন মোহিতের মৃত্যুর খবর পেয়ে। রিপোর্টে প্রকাশ, ক্যানসারে আক্রান্ত হয়েই মৃতত্যু হয় বছর ২৭-এর মোহিতের। গত ডিসেম্বরে ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর তেকেই চিকিতসা চলছিল মোহিতের। এরপর আবারও এক মৃ্ত্যু সংবাদ শোনা যায় বলিউডে। প্রয়াত বরুণ ধাওয়ানের মাসি। মাসির মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন বরুণ। ইনস্টাগ্রামে মাসির সঙ্গেই একটি ছবি শেয়ার করেছেন 'বদ্রি কা দুলহনিয়ার' অভিনেতা। পাশাপাশিই সেই ইনস্টা পোস্টে গায়িত্রী মন্ত্রও হিন্দিতে লিখেছেন বরুণ।

 

অন্যদিকে, ঋষি কাপুরের চলে যাওয়ার পর আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করলেন স্ত্রী নীতু কাপুর। বেশ কয়েক বছরের প্রেম, তারপর ১৯৮০ সালে ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নীতু কাপুর। তারপর খারাপ-ভালো মিশিয়ে দীর্ঘ সংসার জীবন কাটিয়েছেন ঋষি কাপুরের সঙ্গেই। ২০২০-তে এসে তাঁকে একা ফেলে চলে গেলেন ঋষি কাপুর। ঋষির হঠাৎ চলে যাওয়ায় এভাবেই যেন তাঁদের গল্পের শেষ হয়ে গেল বলে মনে করছেন নীতু কাপুর। শনিবার ঋষি কাপুরের একটি ছবি পোস্ট করেছেন নীতু কাপুর। যেখানে অভিনেতাকে হুইস্কির গ্লাস হাতে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। তাঁর মুখে লেগে রয়েছে মৃদু হাসি। যে ছবিটি পোস্ট করে নীতু কাপুর লিখেছেন, ''End Of Our Story''। পাশে দুটো ভালোবাসার ইমোজি।

লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। ইরফানের শোকে যখন কাতর বলিউড, তখনই তার পরের দিনই আরও এক খারাপ খবর, নেই ঋষি কাপুর। ইরফানের মৃত্য়ুতে মুহ্যমান গোটা দেশ। বলিউড থেকে সেই শোক পৌঁছে গিয়েছে হলিউডেও। অ্যাঞ্জেলিনা জোলি থেকে নাতালি পোর্টম্যান, ইরফানের শোকে ভারাক্রান্ত প্রত্যেকে। সেই সময় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাল মুম্বই পুলিস। অভিনব কায়দায় ইরফানকে শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিসের সোশ্যাল হ্যান্ডেলে।

Find out more: