করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব তুলে নিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। যে ভাবে কয়েক হাজার মানুষকে তাঁদের ঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি, তাতে ইতিমধ্যেই সুপারম্যানের তকমা পেয়েছেন তিনি। ফের এক বার তিনি নেটাগরিকদের হৃদয় জিতে নিলেন। সম্প্রতি এক মহিলা তাঁর উদ্দেশে একটি টুইট করেন, জবাব দিতেও দেরি করেননি তিনি। তাঁর সেই জবাবই হৃদয় জিতে নিয়েছে নেটাগরিকদের।