করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। তবে এবার এক দম্পতির বিয়ে টিকিয়ে রাখতে মাঠে নামতে হল সোনু সুদকে। সম্প্রতি সোনু সুদকে ট্য়ুইট করেন মুকেশ মেহরা নামে এক ব্যক্তি। তিনি বলেন, সোনু সুদ যেন তাঁকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে দেন। বর্তমানে অসমের গুয়াহাটিতে রয়েছেন তিনি। লকডাউনের জেরে তাঁর রোজগার বন্ধ। ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই রয়েছে। তাই তিনি দিল্লি থেকে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে চান। সোনু যদি তাঁর দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে অভিনেতার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ওই ব্যক্তি। উত্তরে সোনু বলেন, দয়া করেন লড়াই করবেন না। নিজেদের সম্পর্কের উপর কঠিন সময়ের প্রভাব পড়তে দেবেন না। পরিস্থিতি ঠিক হলে, দুজনকে ডিনারে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন তবে তাঁরা যেন আর লড়াই না করেন, সেই আশ্বাস তাঁকে দিতে হবে বলেও পালটা আর্জি জানান সোনু সুদ।