করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা-অভিনেত্রীরা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। ক্যাটরিনা কাইফও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন। একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাঁদের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাঁদের কাজের একটি ভিডিয়ো পোস্ট করে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। ক্যাটরিনার কথায়, এই মুহূর্তে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। অন্য দিকে ৪০ জন ব্যাকআপ ডান্সারের পাশে দাঁড়িয়েছেন শাহিদ কপূর। তাঁর গোড়ার দিকের ছবি ‘ইশক ভিশক’ থেকে এখনও পর্যন্ত যত ছবি করেছেন, সেই ছবির ব্যাকআপ ডান্সারদের থেকে শর্টলিস্ট করে এই ৪০ জনকে বেছে নেওয়া হয়েছে। এঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে এ মাসে টাকা ট্রান্সফার করেছেন শাহিদ। আগামী দু’-তিন মাসও এই ৪০ জনের অ্যাকাউন্টে তিনি টাকা পাঠাবেন। এক সময়ে ‘তাল’-এর মতো ছবিতে শাহিদ নিজেও ব্যাকআপ ডান্সারের ভূমিকায় ছিলেন।