করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এরই মধ্যে একটি খবর নিয়ে বেশ চর্চা হচ্ছে। রিপোর্টে প্রকাশ, ২০১৬ সালে সুইতজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাঁকে প্রস্তাব দেন। মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান মাইক। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তাঁরা বিয়ে সেরে ফেলেন। কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে স্থির করেন। সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

No matter how difficult life becomes.. u gotta keep smiling for your loved ones who actually care and worry about you.. My happiness is somethin which is not constant in my life but spreading happiness around me is almost.. coz that’s what I try to make sure of, everyday of my life.. spread happiness in people’s lives with small or big gestures even if they don’t realize it or appreciate it.. and it all begins with a smile.. 🙏🏻... . . @mygovindia please bring me back home.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.. #monalithakur #monali #cant #stay #away #from #home #anymore #dont #feel #secure #help #please #indianembassyswitzerland #homesick #never #been #so #lonely #let #me #be #in #my #home

A post shared by Monali Thakur (@monalithakur03) on

Find out more: