করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার ধীরে ধীরে কাজে ফিরছে বলিউড। মহারাষ্ট্র সরকার দিন দশেক আগেই রাজ্যে শুটিং শুরুর অনুমতি দিয়েছে। ধীরে ধীরে বলিউডের বড় বড় স্টুডিয়োগুলি বাকি থাকা ছবির শুটিং চালু করার পথে এগোচ্ছে। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামসেরা’র বাকি থাকা শুট এ মাসেই শুরু হতে পারে। লকডাউনের আগেই ছবির সিংহভাগের শুটিং হয়ে গিয়েছিল। মুখ্য চরিত্রে রণবীর কপূর ও সঞ্জয় দত্তের চার দিনের প্যাচওয়র্ক বাকি। ইন্ডাস্ট্রির একাংশের মতে, লকডাউন-পরবর্তী সময়ে তাঁরাই প্রথম তারকা হবেন, যাঁরা শুটিং ফ্লোরে যাবেন। ‘শামসেরা’র পরিচালক ‘অগ্নিপথ’খ্যাত কর্ণ মলহোত্র। শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও কর্ণের মিলিত সিদ্ধান্ত, ছবির বাকি শুটিং যশ রাজ স্টুডিয়োয় সারা হবে।
View this post on Instagram