বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সঙ্গীত জগতের ‘মাফিয়া’দের দিকে সরাসরি আঙুল তুললেন সোনু নিগম। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। সেখানেই তাঁর অভিযোগ, শুধু সিনেমা জগতেই নয় ‘রাজনীতি’ চলে সঙ্গীত জগতেও। মাত্র দুই মিউজিক কোম্পানি এবং দুই অভিনেতার অঙ্গুলিহেলনেই যে সাড়া দেয় গোটা বলি-মিউজিক জগৎ, তা বারে বারে উঠে এসেছে সোনুর ওই ভিডিয়োয়। তাঁর কথায়, “আজ এক অভিনেতা মারা গিয়েছেন। কাল সঙ্গীত জগৎ থেকেও এ রকম খবর আপনারা শুনতেই পারেন। কারণ, দুর্ভাগ্যক্রমে এখানে সিনেমার থেকেও বড় মাফিয়া রয়েছেন।”