বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে এবার স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন আলিশা ও আদনান শামি। আলিশা লেখেন, ''মিউজিক মাফিয়ারাই বলিউডের সিনেমা ও সঙ্গীত জগত চালাচ্ছেন। নিজেরাই তাঁরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়েছেন।'' আদানান সামি লেখেন, ''ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একটা জোড়ালো ধাক্কার খুবই প্রয়োজন। বিশেষ করে সঙ্গীত জগতে যাঁরা নতুন গায়ক, প্রবীণ গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক, সকলেই শোষিত হচ্ছেন। যা বলা হচ্ছে সেভাবে চলুন, নইলে বাদ। যাঁদের সৃজনশীলতা নিয়ে কোনও ধারনাই নেই, তাঁরাই এখানে নিজেদেরকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে ভারতে ১.৩ মিলিয়ান মানুষ রয়েছেন, তাঁদেরকে কি পুরনো গানের রিমিক্স ছাড়া আর কিছুই দেওয়ার নেই আমাদের? ঈশ্বরের দোহাই এইসব বন্ধ করুন। নতুন শিল্পী, প্রবীণ শিল্পীদের কিছু সৃষ্টি করতে দিন। ওদের নিঃশ্বাস নিতে দিন''।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে এবার স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন আলিশা ও আদনান শামি। আলিশা লেখেন, ''মিউজিক মাফিয়ারাই বলিউডের সিনেমা ও সঙ্গীত জগত চালাচ্ছেন। নিজেরাই তাঁরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়েছেন।'' আদানান সামি লেখেন, ''ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একটা জোড়ালো ধাক্কার খুবই প্রয়োজন। বিশেষ করে সঙ্গীত জগতে যাঁরা নতুন গায়ক, প্রবীণ গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক, সকলেই শোষিত হচ্ছেন। যা বলা হচ্ছে সেভাবে চলুন, নইলে বাদ। যাঁদের সৃজনশীলতা নিয়ে কোনও ধারনাই নেই, তাঁরাই এখানে নিজেদেরকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে ভারতে ১.৩ মিলিয়ান মানুষ রয়েছেন, তাঁদেরকে কি পুরনো গানের রিমিক্স ছাড়া আর কিছুই দেওয়ার নেই আমাদের? ঈশ্বরের দোহাই এইসব বন্ধ করুন। নতুন শিল্পী, প্রবীণ শিল্পীদের কিছু সৃষ্টি করতে দিন। ওদের নিঃশ্বাস নিতে দিন''।