বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে বৃহস্পতিবার ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সুশান্তের ছবিটির ওটিটি প্রিমিয়ার হবে। জুলাইয়ের শেষে অনলাইনে আসবে ছবিটি। এক হিসেবে দেখতে গেলে, এটিই অভিনেতার শেষ ছবি। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’র কাজ শেষ হয়ে গিয়েছিল ২০১৮য়। কিন্তু নানাবিধ জটিলতায় ছবিটি আটকে যায়। প্রথমে পরিচালক মুকেশ ছাবরার বিরুদ্ধে মিটুর অভিযোগ ওঠে। শোনা যায়, প্রযোজক সংস্থা ফক্স স্টার তাঁকে বাদ দিয়েই ছবির কাজ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত মুকেশের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু ক্রমশ পিছিয়ে যেতে থাকে ছবির মুক্তি। সুশান্তের ‘ড্রাইভ’ ছবিটি অনলাইন রিলিজ়ের পরেই শোনা গিয়েছিল, ‘দিল বেচারা’ও অনলাইনেই মুক্তি পাবে। সুশান্তের আপত্তির কথাও শোনা যায়। এই ছবিতে সুশান্তের বিপরীতে ডেবিউ করেছেন সঞ্জনা সাংঘী।

 

প্রসঙ্গত, ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। শেষবার 'ছিঁচোরে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

Find out more: