
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে দিল বেচারের মুক্তি দেখে যাওয়া হয়নি সুশান্তের ঠিকই কিন্তু ওই সিনেমার সহঅভিনেত্রীর সঙ্গে একটি ভিডিয়ো এবার ভাইরাল হল অন্তর্জালে। যেখানে সহঅভিনেত্রী শুভলক্ষ্মীর সঙ্গে নাচতে দেখা যায় সুশান্তকে। বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে সুশান্তের ওই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে।