দু'জনেই টলিউডের প্রথমসারির অভিনেত্রী। আর দু'জনেই সাংসদ। তবে যে খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল সেই খবর এবার সামনে এলো। এবার একসঙ্গে বড় পর্দায় দুই অভনেত্রী সাংসদ। মঙ্গলবার, মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও নুসরত জাহান (Nusrat Jahan)-এর প্রথম ছবি এসওএস কলকাতা (SOS Kolkata)র ফার্স্ট লুক পোস্টার। যে পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত। ক্যাপশানে লিখেছেন, 'বহু প্রতিক্ষীত' ছবির প্রথম পোস্টার। এই ছবিতে মিমি ও নুসরতের সঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্তকে। ছবির পোস্টারে মিমি ও নুসরত কাউকে দেখা না গেলেও, বন্দুক হাতে দেখা গেল যশকে। সঙ্গে একটি বাচ্চা মেয়ে। ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে যশকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে শিশুটিকে। ছবির পোস্টার থেকেই জানা যাচ্ছে, এবছরই পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি।