বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। অবশেষে খবর সত্যি হল। আসছে সুশান্ত সিংহ রাজপুতের বায়োপিক। ছবির নাম, ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’। পরিচালনায় শমীক মৌলিক। প্রযোজনায় বিজয় শেখর গুপ্ত। সুশান্তের ভূমিকায় দেখা যাবে টিকটক স্টার সচিন তিওয়ারিকে। সুশান্তের মৃত্যুর পর যিনি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন। তবে ছবিটিকে সুশান্তের বায়োপিক বলতে নারাজ প্রযোজনা সংস্থা। ছোট শহরের এক ছেলের সুপারস্টার হওয়ার জার্নি, নেপোটিজমের জাঁতাকলে পিষ্ট হয়ে চরম পরিণতিই এই ছবির মুখ্য বিষয়। একা সুশান্ত নয়, অসংখ্য সুশান্তেরই গল্প বলে এই ছবি, এমনটাই জানিয়েছেন প্রযোজক বিজয় শেখর। ইতিমধ্যেই সেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। বড়দিনে মুক্তি পাওয়ার কথা।

Find out more: