বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, আগামিকাল, ২৪ জুলাই হটস্টারে আসছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। আর ছবি মুক্তির ঠিক আগেই আবার একটি পোস্ট করেছেন অঙ্কিতা। যার পরতে পরতে শুধুই সুশান্ত। যিশুখ্রিস্টের মূর্তির সামনে প্রদীপ জ্বলছে। পেছনে আবছা দেখা যাচ্ছে গণপতির মূর্তি। ক্যাপশনে লেখা, ‘যেখানেই রয়েছ, হাসিখুশি থেকো’। বুঝতে বাকি থাকে না কার কথা বলতে চাইছেন অঙ্কিতা। নাম না করেই তবে কি ভগবানের কাছে সুশান্তের শেষ ছবির জন্য আশীর্বাদ চেয়ে নিলেন অঙ্কিতা?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

HOPE,PRAYERS AND STRENGTH !!! Keep smiling wherever you are😊

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

Find out more: