বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, ফের নতুন করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এফআইআর দায়ের করতে পারে সিবিআই। সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে সম্প্রতি সুপারিশ করে নীতিশ কুমার সরকার। এরপরই শীর্ষ আদালতের কাছে সিবিআই তদন্ত নিয়ে ইতিবাচর মনোভাব দেখায় কেন্দ্র। শুধু তাই নয়, সুশান্ত মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত হওয়ার পরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা প্রথমে বিহারে যাবেন। সেখান থেকেই প্রথম দফার তদন্ত শুরু হতে পারে বলে খবর। 

Find out more: