বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, শুক্রবার প্রকাশ্য আসে রিয়া চক্রবর্তীর কল রেকর্ড। সিডিআই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিস্ফোরক দাবি করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। মুম্বই পুলিশের এক কর্তার সঙ্গে ফোনে বেশ কয়েক বার রিয়া চক্রবর্তীর কথাবার্তা হয়েছে? অন্তত, রিয়ার ফোন কল থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে মুম্বইয়ের সংবাদমাধ্যম সূত্রে খবর। গত ২০ জুন বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে প্রথম রিয়াকে এসএমএস করেন। গত ২১ জুন ২৮ সেকেন্ড তাঁদের মধ্যে কথা হয়! সেই ফোন করেন রিয়া। সকাল সাড়ে ১০টায় ফোন আসে। এর পরে অভিষেকও রিয়াকে ফোন করেন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তা হলে মুম্বই পুলিশ কি রিয়াকে বাঁচাতে চেয়েছে? মুম্বই পুলিশ কোনও দিন রিয়াকে আলাদা ডেকে জেরা করেনি। কেন? এখন এই প্রশ্নই সুশান্ত তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুম্বই পুলিশ কোনও দিন রিয়াকে আলাদা ডেকে জেরা করেনি। কেন? এখন এই প্রশ্নই সুশান্ত তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Find out more: