বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের দেহ উদ্ধার হয়। এর পরেই ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে সুশান্তের। তা হলে প্রশ্ন উঠছে, ময়নাতদন্তের রিপোর্টে যদি মৃত্যুর কারণ নিশ্চিত হয়েই গিয়ে থাকে, সে ক্ষেত্রে কি তদন্ত বন্ধ করে দেবে পুলিশ, না কি নতুন করে এফআইআর দায়ের করবে। বিহার পুলিশের দাবি, এ ভাবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব নয়। সুতরাং, তদন্তভার তাদের হাতেই আসা উচিত। এই টানাপড়েনে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারকে এক হাত নিয়ে রাজ্যসভার বিজেপির সাংসদ সুব্রমনিয়ন স্বামী বলেছেন, “সুশান্তের হত্যা আসলে বলিউডের ওয়াটারলু এবং ওয়াটারগেট।’’ তিনি আজ টুইট করেন, ‘‘যত দিন না অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে, আমরা হাল ছাড়ব না।’’   

Find out more: