বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, ক্রমাগত পাচ্ছেন হুমকি ফোন, দেওয়া হচ্ছে ডেথ থ্রেট...এক সংবাদমাধ্যমে এমনটাই অভিযোগ সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার অঙ্কিতের। ‘টাইমস নাও’কে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে অঙ্কিত বলেন,গত চার দিন আগে এক অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের ব্যাপারে তিনি কোনও মন্তব্য করলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে জানান অঙ্কিত। তিনি আরও বলেন, ফোনের অপর প্রান্তের সেই অজানা ব্যক্তি নাকি তাঁকে এ-ও বলেন মুখ খোলার চেষ্টা করলে সুশান্তের মতোই অবস্থা হবে তাঁর। এর পরেই অঙ্কিতের দাবি, সুশান্ত খুন হননি, তাঁকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তাঁর বক্তব্য, সুশান্তকে অনেকটাই কাছ থেকে দেখেছেন তিনি। কোনওদিনই দরজা বন্ধ করে ঘুমোনোর অভ্যাস নেই তাঁর। আর যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় সুশান্ত দরজা বন্ধ করেই শুয়েছিলেন তবে দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ার পরেও কেন বাড়ির কর্মচারীরা অপেক্ষা করছিলেন কখন তালা ভাঙার লোক এসে তালা খুলবে? কেন তাঁরা নিজেরাই তালা ভেঙে ঘরে ঢুকল না?
Find out more: