আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়তে চান সানি লিওন। সম্প্রতি আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় প্রাক্তন নীল তারকার নাম দেখে জোর হইচই শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কলকাতার কলেজের মেধা তালিকায় নিজের নাম দেখে এবার টুইট করলেন সানি লিওন। কলেজের মেধাতালিকায় দেখা গিয়েছিল সানির শুধু নামই লেখা নেই, সবচেয়ে বেশি নম্বরও পেয়েছেন তিনিই। ৪০০ তে ৪০০। পাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। এর পরেই নেটদুনিয়ায় হাসির রোল। আর মুহূর্তে ভাইরাল সেই তালিকার স্ক্রিনশট। একের পর এক মিমে প্লাবিত হচ্ছে ফেসবুক, টুইটার। খবর পৌঁছেছে সানি লিওনের কাছেও। আজ শুক্রবার নিজের টুইটার থেকে সানি লেখেন, “পরের সেমেস্টারে দেখা হচ্ছে তা হলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।” 
অন্যদিকে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন সানি লিওন। মার্কিন মুলুকের লস এঞ্জেলসের বাংলোয় স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ৩ সন্তানকে নিয়ে সময় কাটছে বলিউড অভিনেত্রীর। ড্যানিয়েলের মা পুরো পরিবারের সঙ্গে থাকতে চাইছিলেন অনেকদিন ধরেই। সেই কারণেই মুম্বই ছেড়ে তাঁরা মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। মুম্বই ছাড়ার ইচ্ছে তাঁদের ছিল না কিন্তু ড্যানিয়েলের মায়ের কথা ভেবেই মুম্বই ছেড়ে তাঁদের মার্কিন মুলুকে পাড়ি দেওয়া বলে জানান সানি। 

Find out more: