বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হল হোয়াটসঅ্যাপ চ্যাট। যাতে দেখা যাচ্ছে সুশান্তের মানসিক অসুস্থতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল তাঁর পরিবার। ডাক্তারের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে নতুন ওষুধ প্রেসক্রাইব করা...সুশান্তের সঙ্গে তাঁর দিদিদের কথোপকথনে উঠে এসেছে এমনই কিছু অজানা ঘটনা। এখানেই শেষ নয়। রিয়ার আইনজীবীরা দাবি করছেন, প্রেসক্রিপশন ছাড়া সুশান্তের ওষুধ পরিবর্তন করেছিলেন প্রিয়ঙ্কা। আর সে জন্যই নাকি গত ৮ জুন রেগে গিয়ে সুশান্তের বাড়ি ছেড়েছিলেন রিয়া। ‘ইন্ডিয়া টুডে’–র এক এক্সক্লুসিভ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ১৯ নভেম্বর সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর কাছ থেকে প্রেসক্রিপশন চেয়ে পাঠান অভিনেতার দিদি মিতু। এমনকি যে ডাক্তার সুশান্তকে দেখছিলেন তাঁরও যাবতীয় তথ্য শ্রুতিকে দিতে বলেন সুশান্তের দিদি। যদিও এর আগে সংবাদমাধ্যম থেকে শুরু করে একাধিক জায়গায় সুশান্তের পরিবার দাবি করেছিলেন তাঁর মানসিক অসুস্থতার কথা বিন্দুমাত্র জানতেন না তাঁরা।
Find out more: