বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সম্প্রতি রিয়া চক্রবর্তী দাবি করেন, সুশান্ত সিং রাজপুত নাকি 'ক্লস্ট্রোফোবিক' ছিলেন। অর্থাত উঁচুতে উঠতে ভয় পেতেন। সেই কারণে বিমানে ওঠার আগে সুশান্ত নাকি একটি নির্দিষ্ট ওষুধও খেতেন। রিয়া চক্রবর্তীর ওই দাবির পর পরই একটি ভিডিয়ো শেয়ার করেন প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে। যে ভিডিয়োতে সুশান্তকে বিমান চালাতে দেখা যায়। সুশান্তের বিমান চালানোর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এবার ফের প্রয়াত অভিনেতার আরও একটি ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী। 

Find out more: