অন্যদিকে, জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী-সহ তাঁর গোটা পরিবারই মাদকাসক্ত ছিল। অন্যদিকে এও জানা যাচ্ছে, সুশান্তকে মাদকে নেশা ধরিয়েছিলেন রিয়াই। এমনকী সুশান্তের জন্য ভাই সৌভিককে দিয়ে বাড়িতে যথেষ্ট পরিমাণ মাদকদ্রব্যও মজুত রাখা হত। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গলের তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদের মধ্যে একজনের সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের যোগাযোগ ছিল বলে অভিযোগ। আগামিকাল জেরার জন্য রিয়ার ভাই সৌভিককে ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। CFSL এবং এইমসের দুজন সদস্যও উপস্থিত থাকবেন দফতরে।
অন্যদিকে, জানা গিয়েছে, রিয়া চক্রবর্তী-সহ তাঁর গোটা পরিবারই মাদকাসক্ত ছিল। অন্যদিকে এও জানা যাচ্ছে, সুশান্তকে মাদকে নেশা ধরিয়েছিলেন রিয়াই। এমনকী সুশান্তের জন্য ভাই সৌভিককে দিয়ে বাড়িতে যথেষ্ট পরিমাণ মাদকদ্রব্যও মজুত রাখা হত। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গলের তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদের মধ্যে একজনের সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের যোগাযোগ ছিল বলে অভিযোগ। আগামিকাল জেরার জন্য রিয়ার ভাই সৌভিককে ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। CFSL এবং এইমসের দুজন সদস্যও উপস্থিত থাকবেন দফতরে।