বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত মৃত্যুর তদন্তে তত্পর এইমসের বিশেষজ্ঞরা। এই তদন্তের জন্য ৬ জন ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে একটি দল গঠিত হয়েছে। মুম্বইয়ে গিয়ে তাঁরা ইতিমধ্যেই জরুরি নমুনা সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্তে ভিসেরা পরীক্ষার জন্য যে যন্ত্রপতি ব্যবহার করা হয়েছিল, জার্মানি থেকে সেই যন্ত্র কিনেছে এইমস-ও। সূত্রের খবর, এই যন্ত্রের মাধ্যমে নমুনার মধ্যে কোনও বিষাক্ত পদার্থ আছে কিনা তা বোঝা যায়। আজই এই প্রথম বৈঠক করবেন তদন্তকারী ৬ আধিকারিক। ভিসেরা পরীক্ষার রিপোর্ট আগামী দশ দিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলেই সূত্রের খবর। 

Find out more: