অন্যদিকে, কঙ্গনার মুম্বইয়ের পালি হিল এলাকার 'মণিকর্ণিকা' অফিসে ভাঙচুর চালিয়েছে BMC। যা নিয়ে বুধবার সকাল থেকে শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে কঙ্গনার সমর্থনে সুর চড়ালেন সহ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। টুইটারে মণিকর্ণিকা ছবি থেকে 'ঝাঁসির রানী লক্ষীবাঈ' রূপে কঙ্গনার ছবি পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, 'সাহসীহৃদয়', ''তোমার প্রতি ভালোবাসা ও সমর্থন রইল''।
অন্যদিকে, কঙ্গনার মুম্বইয়ের পালি হিল এলাকার 'মণিকর্ণিকা' অফিসে ভাঙচুর চালিয়েছে BMC। যা নিয়ে বুধবার সকাল থেকে শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে কঙ্গনার সমর্থনে সুর চড়ালেন সহ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। টুইটারে মণিকর্ণিকা ছবি থেকে 'ঝাঁসির রানী লক্ষীবাঈ' রূপে কঙ্গনার ছবি পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, 'সাহসীহৃদয়', ''তোমার প্রতি ভালোবাসা ও সমর্থন রইল''।