বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, মুম্বইয়ের পালি হিলে বেআইনিভাবে অফিস তৈরি করেছেন কঙ্গনা রানাউত।

এই অভিযোগেই অভিনেত্রীর অফিস কার্যত গুঁড়িয়ে দেয় বিএমসি। বুধবার সকালে যখন কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার একের পর এক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করে, তখন থেকেই প্রায় গোটা দেশ জুড়ে চর্চায় চলে আসে অভিনেত্রীর সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ। এসবর বিতর্কের মাঝেই বুধবার দুপুরে মুম্বই এসে পৌঁছন কঙ্গনা রানাউত।মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে আক্রমণে মাঝেই একের পর এক ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। যেখানে গণতন্ত্রের মৃত্যু বলে ক্যাপশন দিতে দেখা যায় অভিনেত্রীকে। গণতন্ত্রের মৃত্যু এই ক্যাপশন দিয়েই নিজের সোশ্যাল হ্যান্ডেলে অফিস ভাঙার ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। প্রসঙ্গত, করোনার জেরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বইতে নির্মাণ সংক্রান্ত যে কোনও কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে বিএমসি কীভাবে ওই কাজ করল, তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা।  

Find out more: