অন্যদিকে, এনসিবি-র (Narcotics Control Bureau) কাছে কাদের নাম বলেছেন রিয়া চক্রবর্তী? বলিউডের কারা কারা মাদকাসক্ত? এনিয়ে চলছে তুমুল জল্পনা। বলিউডের তারকাদের সঙ্গে মাদক-যোগ নিয়ে জোরকদমে তদন্ত করছে এনসিবি। সূত্রের খবর, করণ জোহরের পার্টির একটি পুরনো ভিডিয়ো খতিয়ে দেখতে চলেছেন তদন্তকারীরা। ওই ভিডিয়োয় বেশ কয়েকজন বলিউউ তারকাকে মাদকাসক্ত অবস্থায় দেখা গিয়েছে বলে তখনই ছড়িয়েছিল জল্পনা। গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে তারা।
অন্যদিকে, এনসিবি-র (Narcotics Control Bureau) কাছে কাদের নাম বলেছেন রিয়া চক্রবর্তী? বলিউডের কারা কারা মাদকাসক্ত? এনিয়ে চলছে তুমুল জল্পনা। বলিউডের তারকাদের সঙ্গে মাদক-যোগ নিয়ে জোরকদমে তদন্ত করছে এনসিবি। সূত্রের খবর, করণ জোহরের পার্টির একটি পুরনো ভিডিয়ো খতিয়ে দেখতে চলেছেন তদন্তকারীরা। ওই ভিডিয়োয় বেশ কয়েকজন বলিউউ তারকাকে মাদকাসক্ত অবস্থায় দেখা গিয়েছে বলে তখনই ছড়িয়েছিল জল্পনা। গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে তারা।