বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, কঙ্গনা রানাউত-এর পর এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নিশানাায় অক্ষয় কুমার। আক্কি সহ নীরব বলি সেলেবদের আক্রমণ করে সঞ্জয় রাউত লেখেন, ''মুম্বইয়ের সম্মান নষ্টের চেষ্টা চলছে, তবুও কেন নীরব? মুম্বই কি শুধু টাকা রোজগারের জায়গা?'' মুম্বইকে 'পাক আধিকৃত কাশ্মীর' বলার পর থেকে কঙ্গনা রানাউতের সঙ্গে শিবসেনার তরজা জারি রয়েছে। শিবসেনার মুখপত্র 'সামনা'তে নিজের কলাম 'রোহতক'এ ফের একবার আক্রমণত্মক হয়ে উঠলেন সঞ্জয় রাউত। কঙ্গনার POK মন্তব্যের পরও বহু বলি তারকার নীরবতাকে দ্রৌপদীর অপমানের সময় পাণ্ডবদের নীরবতার সঙ্গে তুলনা করেন সঞ্জয় রাউত।  

Find out more: