উল্লেখ্য, বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে। সম্প্রতি কঙ্গনা রানাউতের ওই অভিযোগের পর মুখ খোলেন রবি কিষেণ। তিনি বলেন, এনসিবি যেভাবে গোটা বলিউড জুড়ে তদন্ত শুরু করেছে, তা অত্যন্ত ভাল বিষয়। রবি কিষেণের ওই মন্তব্যের পরই ফুঁসে ওঠেন জয়া বচ্চন। তিনি বলেন, বলিউডকে বদনাম করার ষড়যন্ত্র শুরু হয়েছ। ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে বলিউডের বিরুদ্ধে রবি কিষেণ কীভাবে ওই ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জয়া বচ্চন। পাশাপাশি কঙ্গনা এবং রবি কিষেণকে একহাত নিয়ে জয়া বচ্চন বলেন, আপনারা যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন। সমাজবাদী পার্টির সাংসদের ওই মন্তব্যের পর থেকেই ফের শোরগোল শুরু হয় পুরোদমে।
উল্লেখ্য, বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে। সম্প্রতি কঙ্গনা রানাউতের ওই অভিযোগের পর মুখ খোলেন রবি কিষেণ। তিনি বলেন, এনসিবি যেভাবে গোটা বলিউড জুড়ে তদন্ত শুরু করেছে, তা অত্যন্ত ভাল বিষয়। রবি কিষেণের ওই মন্তব্যের পরই ফুঁসে ওঠেন জয়া বচ্চন। তিনি বলেন, বলিউডকে বদনাম করার ষড়যন্ত্র শুরু হয়েছ। ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে বলিউডের বিরুদ্ধে রবি কিষেণ কীভাবে ওই ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জয়া বচ্চন। পাশাপাশি কঙ্গনা এবং রবি কিষেণকে একহাত নিয়ে জয়া বচ্চন বলেন, আপনারা যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন। সমাজবাদী পার্টির সাংসদের ওই মন্তব্যের পর থেকেই ফের শোরগোল শুরু হয় পুরোদমে।