বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, 'আপনি আমাদের খাবারের ব্যবস্থা করেন না।' ইন্ডাস্ট্রি থেকে রোজগার করলে, তিনি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, এমন নয়। সমাজবাদী পার্টির অভিনেত্রী সাংসদ জয়া বচ্চনের 'যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন' মন্তব্যের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মুকেশ খান্না।  

উল্লেখ্য, বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে। সম্প্রতি কঙ্গনা রানাউতের ওই অভিযোগের পর মুখ খোলেন রবি কিষেণ। তিনি বলেন, এনসিবি যেভাবে গোটা বলিউড জুড়ে তদন্ত শুরু করেছে, তা অত্যন্ত ভাল বিষয়। রবি কিষেণের ওই মন্তব্যের পরই ফুঁসে ওঠেন জয়া বচ্চন। তিনি বলেন, বলিউডকে বদনাম করার ষড়যন্ত্র শুরু হয়েছ। ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়ে বলিউডের বিরুদ্ধে রবি কিষেণ কীভাবে ওই ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন জয়া বচ্চন। পাশাপাশি কঙ্গনা এবং রবি কিষেণকে একহাত নিয়ে জয়া বচ্চন বলেন, আপনারা যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন। সমাজবাদী পার্টির সাংসদের ওই মন্তব্যের পর থেকেই ফের শোরগোল শুরু হয় পুরোদমে।  

Find out more: