বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, শুক্রবার মা কৃষ্ণা কুমার সিং ও ভাই সুশান্ত সিংকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন মীতু সিং। যে ছবিতে মায়ের পায়ের কাছে নতজানু হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে সুশান্তকে। ছবিটি পোস্ট করে মীতু সিং লিখেছেন, ''আমার মা ছিলেন আমার শক্তির উৎস। আমার ভাই আমার গর্ব ছিল। দু'জনেই খুব তাড়াতাড়ি হারিয়ে গিয়েছে। এতবড় ক্ষতি কখনওই ভোলা সম্ভব নয়।'' 

Find out more: