বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসার পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। শনিবার দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদের সময় রণবীর সিং এনসিবির অফিসের বাইরে থাকতে চান বলে আবেদন করেন। এমনই খবর পাওয়া যায়। দীপিকা উদ্বেগ, আতঙ্কে ভোগেন। জিজ্ঞাসাবাদের সময় হতে পারে তাঁর প্যানিক অ্যাটাকও। সেই কারণেই রণবীর এনসিবির অফিসের পাশে থাকতে চান বলে আবেদন করেন বলে জানা যায়। যদিও এনসিবির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রণবীর সিংয়ের তরফে এমন কোনও আবেদন তাদের কাছে করা হয়নি। 

Find out more: