অন্যদিকে, এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রকুল প্রীত সিংয়ের পর এবার দীপিকা পাড়ুকোনোর দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা পাড়ুকোন দাবি করেন, 'মাল' এবং 'হ্যাশের' মানে কী। তিনি জানান, 'মাল' মানে সরু সিগারেট এবং 'হ্যাশ' মানে মোটা সিগারেটকে বুঝিয়েছেন তিনি। সিগারেট আনানোর জন্যই ওই কোড তিনি ব্যবহার করতেন বলে দাবি করেন দীপিকা। বলিউড অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশও 'মাল' এবং 'হ্যাশের' কোড নিয়ে সেই একই দাবি করেন বলে খবর।
অন্যদিকে, এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রকুল প্রীত সিংয়ের পর এবার দীপিকা পাড়ুকোনোর দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা পাড়ুকোন দাবি করেন, 'মাল' এবং 'হ্যাশের' মানে কী। তিনি জানান, 'মাল' মানে সরু সিগারেট এবং 'হ্যাশ' মানে মোটা সিগারেটকে বুঝিয়েছেন তিনি। সিগারেট আনানোর জন্যই ওই কোড তিনি ব্যবহার করতেন বলে দাবি করেন দীপিকা। বলিউড অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশও 'মাল' এবং 'হ্যাশের' কোড নিয়ে সেই একই দাবি করেন বলে খবর।