বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রকুল প্রীত সিংয়ের পর এবার দীপিকা পাড়ুকোনোর দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা পাড়ুকোন দাবি করেন, 'মাল' এবং 'হ্যাশের' মানে কী। তিনি জানান, 'মাল' মানে সরু সিগারেট এবং 'হ্যাশ' মানে মোটা সিগারেটকে বুঝিয়েছেন তিনি। সিগারেট আনানোর জন্যই ওই কোড তিনি ব্যবহার করতেন বলে দাবি করেন দীপিকা। বলিউড অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশও 'মাল' এবং 'হ্যাশের' কোড নিয়ে সেই একই দাবি করেন বলে খবর। 

Find out more: