বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে কি ঘুরে যাচ্ছে মাদকের দিকে? পরিবর্তে বলিউড তারকার মৃত্যুরহস্যের উন্মোচনের বিষয়টি চলে যাচ্ছে পিছনের সারিতে? এমন প্রশ্ন উঠছে নানা মহল থেকে। একই প্রশ্ন তুলেছিলেন সুশান্তের আইনজীবীও। ঢিলেমির অভিযোগ তুলেছেন সুশান্তের বোন। তার কয়েক দিন পর জবাব দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দাবি, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। কোনও সম্ভাবনাই খারিজ করা হয়নি। সুশান্তের আইনজীবী প্রশ্ন তোলার তিন দিন পর উত্তর এল তদন্তকারীদের কাছ থেকে। তাও রুটিন। বিবৃতি দিয়ে সিবিআই-এর আশ্বাস ‘‘তদন্ত চলছে। পেশাদারিত্বের সঙ্গে সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত করছে সিবিআই। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং কোনও সম্ভাবনাই খারিজ করা হচ্ছে না।’’ এ দিনও অবশ্য তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি শব্দও করেনি সিবিআই। 

Find out more: