বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, মডেল অভিনেত্রী পায়েল ঘোষের যৌন হেনস্থা বা ধর্ষণের সমস্ত অভিযোগ অস্বীকার করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা ধরে ভরসোভা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনুরাগ কাশ্যপকে। সেখানে তিনি পায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পায়েল ঘোষ নামে ওই মডেলের সঙ্গে তিনি কখনও তাঁর বাড়িতে বসে কিংবা অফিসে দেখা করেননি। ব্য়ক্তিগতভাবে তিনি পয়েলকে চেনেন না। কাজের জগতে পায়েলের নাম শুনেছেন কিন্তু কখনও তাঁকে একা ডেকে কোনও কথা বলেননি বলে দাবি করেন অনুরাগ। পাশাপাশি গত কয়েক বছর ধরে পায়েলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেন পরিচালক। 

Find out more: