বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, সুশান্ত মৃত্যুতদন্তে নয়া মোড়। অভিনেতার রাঁধুনি নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পিঠানি এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর জন্য সাক্ষী হতে পারেন। ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বয়ান রেকর্ড করবে সিবিআই। এমনটাই জানাচ্ছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। অভিনেতার মৃত্যুর পর থেকেই তদন্তে বারবার উঠে এসেছে নীরজ এবং সিদ্ধার্থের নাম। সন্দেহভাজনদের তালিকায় ছিলেন সুশান্তের দুই ঘনিষ্ঠ। সূত্রের খবর, এঁরা বেশ কিছুদিন থেকেই সিবিআই-এর আতসকাচের নীচে রয়েছেন।  তার মধ্যেই জানা গিয়েছে, রিয়া ঘনিষ্ঠ এক বলিউড তারকার বাড়িতে কাজ শুরু করেন নীরজ। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর নিজের ফোন নম্বর বদলান তিনি। মুম্বই ছাড়ার আগেও কেন্দ্রীয় সংস্থার থেকে অনুমতি নেন। 

Find out more: