বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, ফারহান আখতার কিংবা জোয়া আখতার যদি গাঁজার নেশা করতেন, তাহলে তাঁদের কী বলতেন! সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় জাভেদ আখতারকে। যার উত্তরে জাভেদ আখতার বলেন,  ফারহান বা জোয়া যদি গাঁজার নেশা করতেন, তাহলে তাঁদের না করতেন তিনি। নেশা শরীরের জন্য ভাল নয়। তাই না করতেন সন্তানদের। বাবার কথা যদি ফারহান বা জোয়া শুনতেন, তাহলে ভাল কথা। না শুনলে ভাবতেন, ওঁরা বড় হয়েছে, তাই যেটা ভাল বুঝবেন তাই করবেন।  এসবের পাশাপাশি জাভেদ আখতার আরও বলেন, ১৯৯১ সাল থেকে মদ্যপান ছেড়েছেন তিনি। তার আগে প্রায় প্রত্যেকদিনই তিনি মদ্যপান করতেন। পানের আসক্তি ছাড়ার পর থেকে একদিনের জন্যও আর কখনও তিনি মদ্যপান করেননি বলে জানান জাভেদ আখতার। 

Find out more: