বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, ২৮ দিন পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী। প্রায় ১ মাস জেলে থাকার পর ১ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হওয়ার পর অবশেষে জেল থেকে মুক্তি পান রিয়া। জামিন পাওয়ার পর বুধবার বিকেলে অবশেষে মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে বের হন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর গাড়ি জেলের বাইরে বের হতেই, সঙ্গে সঙ্গে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে হু হু করে।  

Find out more: