বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, ২৮ দিন পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী। প্রায় ১ মাস জেলে থাকার পর ১ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হওয়ার পর অবশেষে জেল থেকে মুক্তি পান রিয়া। জামিন মিললেও এই মুহূর্তে দেশের বাইরে বের হতে পারবেন না রিয়া চক্রবর্তী।  মুম্বইয়ের বাইরে যেতে হলেও, তদন্তকারী অফিসারকে জানাতে হবে।  পাশাপাশি নিকটবর্তী থানায় গিয়ে তাঁকে হাজিরা দিতে হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে। গত ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা।  সুশান্তের মৃত্যুর পর থেকেই অভিযোগের আঙুল উঠতে শুরু করে রিয়ার দিকে।  সুশান্তকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে রিয়া দিতেন বলেও বিভিন্ন দাবি উঠে আসতে শুরু করে।  সেই সঙ্গে মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন মাদক পাটারকারী এবং কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কথপোকথন থেকেই রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তীর নাম উঠে আসতে শুরু করে।  

Find out more: