বিতর্ক চলছেই,তবে কি হলিডে বন্ধ! তা আবার হয় নাকি! ব্যস্ততা থেকে বেশ কিছুদিনে জন্য ছুটি নিয়ে মালদ্বীপে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বোন শগুন পান্নুর সঙ্গেই এবার বিদেশে বেড়াতে চলে যান তাপসী। মালদ্বীপে গিয়ে সেখানে যেন এক্কেবারে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন পিঙ্ক অভিনেত্রী। শুধু তাই নয়, মালদ্বীপ থেকে একের পর এক ছবি শেয়ারও করছেন তাপসী। মালদ্বীপে গিয়ে কালো বিকিনি পরে ছবি শেয়ার করেন তাপসী। যেখানে কালো বিকিনির সঙ্গে কালো রঙের শ্রাগ পরতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, মালদ্বীপে গিয়ে ঘণ্টা বাজিয়ে যদি ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছরেরে সূচনা করতে পারতেন, তাহলে বেশ হত বলে মন্তব্য করেন তাপসী। যেখানে কালো বিকিনির সঙ্গে কালো রঙের শ্রাগ পরতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, মালদ্বীপে গিয়ে ঘণ্টা বাজিয়ে যদি ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছরেরে সূচনা করতে পারতেন, তাহলে বেশ হত বলে মন্তব্য করেন তাপসী।  

Find out more: