
অন্যদিকে, 'থালাইভি' ছবির শ্যুটিং শেষ, এবার পরবর্তী ছবি 'ধাকড়' এবং 'তেজস'-এর জন্য প্রস্তুতি শুরু করে দিলেন কঙ্গনা রানাউত। এই ছবিতে একজন সেনানী ও গুপ্তচর-এর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। অ্যাকশন নির্ভর এই ছবি দুটির জন্য জমিয়ে অনুশীলন করতে দেখা গেল কঙ্গনাকে। নিজের শরীরচর্চা ও অ্যাকশন অনুশীলনের একটি ভিডিয়ো শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কঙ্গনা। লিখেছেন, ''আমি আমার আসন্ন অ্যাকশন চলচ্চিত্রগুলির জন্য অ্যাকশন প্রশিক্ষণ শুরু করেছি। তেজাস এবং ধাকড়-এ আমি যথাক্রমে একজন ফৌজি ও গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছি। বলিউডের থালি আমায় অনেককিছু দিয়েছে ঠিকই, তবে মণিকর্ণিকার সাফল্যের পর আমি বলিউডকে প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি।''