বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, মণ্ডপ সাজানো হবে তাঁরই মুখাবয়ব দিয়ে। পটচিত্রে আঁকা থাকবে তাঁরই মুখ। সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে এ ভাবেই শ্রদ্ধা জানাবে কলকাতা। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘের মণ্ডপের মূল থিমের অঙ্গই সুশান্ত। ওই পুজোর এ বার ৬৮ বছর পূর্ণ হবে। করোনা অতিমারির কারণে অল্প বাজেটের পুজো এ বার। তার মধ্যেই সুশান্তকে শ্রদ্ধার্ঘ। এমনকি কার্তিকের মুখ সুশান্তের আদলে করা হতে পারে বলেও ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের আরও দাবি, পুজোর পাশাপাশি বাজেটের একটা অংশ খরচ করা হবে বিভিন্ন সমাজসেবামূলক কাজে। 

Find out more: