অন্যদিকে, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে একসঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৈজু বাওরা’ ছবির অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে এই ছবি। নামও থাকবে অপরিবর্তিত। মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবিতে দু’জন নায়ক এবং দু’জন নায়িকা থাকবেন। পরিচালকের পছন্দের তালিকার শীর্ষে থাকা আলিয়া এবং দীপিকা এই ছবির স্ক্রিপ্ট শোনার পরেই সঞ্জয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যান। রণবীরকে ছবিতে ‘বৈজু’র ভূমিকায় দেখা যেতে পারে এবং আলিয়াকে দেখা যাবে ‘গৌরী’র ভূমিকায়। অর্থাৎ মিনা কুমারী অভিনীত চরিত্রে ফের তাক লাগাতে পারেন মহেশ-কন্যা। অন্য দিকে দীপিকাকে দেখা যেতে পারে ডাকাতের ভূমিকায়। চরিত্রের নাম রূপমতী। ১৯৫২ সালের ছবিটিতে অভিনেত্রী কুলদীপ কউর অভিনয় করেছিলেন এই মহিলা ডাকাতের চরিত্রে।
অন্যদিকে, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে একসঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৈজু বাওরা’ ছবির অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে এই ছবি। নামও থাকবে অপরিবর্তিত। মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবিতে দু’জন নায়ক এবং দু’জন নায়িকা থাকবেন। পরিচালকের পছন্দের তালিকার শীর্ষে থাকা আলিয়া এবং দীপিকা এই ছবির স্ক্রিপ্ট শোনার পরেই সঞ্জয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যান। রণবীরকে ছবিতে ‘বৈজু’র ভূমিকায় দেখা যেতে পারে এবং আলিয়াকে দেখা যাবে ‘গৌরী’র ভূমিকায়। অর্থাৎ মিনা কুমারী অভিনীত চরিত্রে ফের তাক লাগাতে পারেন মহেশ-কন্যা। অন্য দিকে দীপিকাকে দেখা যেতে পারে ডাকাতের ভূমিকায়। চরিত্রের নাম রূপমতী। ১৯৫২ সালের ছবিটিতে অভিনেত্রী কুলদীপ কউর অভিনয় করেছিলেন এই মহিলা ডাকাতের চরিত্রে।