বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, বিয়ে করছেন অঙ্কিতা লোখন্ডে! নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সাদা গাউন পরে যখন হাজির হন অঙ্কিতা, সেই ছবি ভাইরাল হয়ে যায় হু হু করে। যদিও অঙ্কিতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ওই ছবি দেখলে বোঝা যাচ্ছে, শ্যুটিংয়ের জন্য সাদা গাউন পরে হাজির হয়েছেন অভিনেত্রী। বিয়ে কবে করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে তিনি কিছু জানাননি। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পরদিন প্রয়াত অভিনেতার ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাট থেকে কাঁদতে কাঁদতে বের হতে দেখা যায় অঙ্কিতাকে। এমনকী, সুশান্তের মতো একজন প্রাণচ্ছ্বল মানুষ কখনও আত্মহত্যা করতে পারেন না বলে জোর গলায় দাবি করেন অঙ্কিতা। যার প্রেক্ষিতে রিয়া চক্রবর্তীর কটাক্ষের মুখে পড়েন তিনি। অঙ্কিতা কেন সুশান্তের ''বিধবার'' মতো ব্যবহার করছেন বলে প্রশ্ন তোলেন রিয়া।  

Find out more: