অন্যদিকে, 'ইরোজ নাউ'-এর নবরাত্রী টুইট বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। তারই মাঝে সংস্থাকে এবার একহাত নিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর কটাক্ষ, ''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।'' 'ইরোজ নাউ'-কে একহাত নিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ''আমাদের সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস বাঁচিয়ে রাখতে হবে। একটা বড় অংশের দর্শক টানতে কিছু অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেশন সঙ্কটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাবে পরিণত হয়েছে। লজ্জা, ইরোজ নাও''।
অন্যদিকে, 'ইরোজ নাউ'-এর নবরাত্রী টুইট বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। তারই মাঝে সংস্থাকে এবার একহাত নিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর কটাক্ষ, ''সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।'' 'ইরোজ নাউ'-কে একহাত নিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ''আমাদের সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস বাঁচিয়ে রাখতে হবে। একটা বড় অংশের দর্শক টানতে কিছু অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেশন সঙ্কটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাবে পরিণত হয়েছে। লজ্জা, ইরোজ নাও''।