শনিবার সকালে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজোয় অঞ্জলি দিতে গিয়েছিলেন নুসরত, সৃজিত, মিথিলা। ছিলেন নুসরতের স্বামী নিখিল জৈনও। ওই পুজোটি মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলেই সমধিক পরিচিত। প্রতিবারই সেখানে বিভিন্ন সেলিব্রিটিরা যান অঞ্জলি দিতে এবং ঢাকের তালে নাচতে। কিন্তু এ বারের পরিস্থিতি আলাদা। এ বার করোনা পরিস্থিতির কারণে কলকাতা হাইকোর্ট সমস্ত পুজো মণ্ডপ ‘দর্শকশূন্য’ রাখার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা এবং পুজোর উদ্যোক্তা ছাড়া কেউ ‘নো এন্ট্রি জোনে’ ঢুকতে পারবেন না। তাঁদের সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছিল। অর্থাৎ, ‘বহিরাগত দর্শকদের’ প্রবেশ নিষিদ্ধ। 

অভিযোগ, আজ অষ্টমীতে তাঁরা যান সুরুচি সংঘের মন্ডপে। সেখানে তাঁরা প্রতিমার সামনে চলে যান। অঞ্জলিও দেন। নুসরত ও তাঁর স্বামী নিখিল প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। তবে সুরুচি সংঘের তরফে জানানো হয়েছে, নুসরত সুরুচি সংঘের সদস্য। এনিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় বলেন, আদালতের নির্দেশ থাকার পরও সৃজিত, মিথিলা, নুসরত, নিখিল প্যান্ডেলে ঢুকেছিলেন। সব্যসাচী আরও বলেন, নুসরত নিজে সাংসদ, অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা যা করেছেন তা আদালত অবমাননা। এদের চার জনের বিরুদ্ধেই আদালত অবমানার নোটিস পাঠানো হচ্ছে। 

Find out more: