সিবিআই তদন্ত চলছে। এরই মধ্যে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তীকে। প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।   

অন্যদিকে, তবলিঘি জামাতের সদস্যদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। এই অভিযোগেই এবার কঙ্গনা এবং রঙ্গোলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল আাদলতের তরফে। দিল্লিতে তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে কঙ্গনারা যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে তদন্ত করুক মুম্বই পুলিস। এবার এমনই নির্দেশ দিল মুম্বইয়ের একটি দায়রা আদালত। আইনজীবী আলি কাসিফ খান দেশমুখ অভিযোগ করেন, তবলিঘি জামাতের সদস্যদের বিরুদ্ধে রঙ্গোলি চান্দেল যে ধরনের মন্তব্য করেন, তার সব প্রমাণ ইলেক্ট্রনিক এভিডেন্স হিসেবে রয়েছে। কাসিফ খান দেশমুখের দাবি, কঙ্গনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সত্ত্বেও অম্বোলি থানা ওই সময় কোনও পদক্ষেপ করেনি। এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা হয় আদালতের তরফে।

Find out more: