তিনি টলিউডের সুন্দরী অভিনেত্রী। আবার টলিউডের প্রথমসারির অভিনেত্রী। তাঁর আরও একটা পরিচয় তিনি চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে এবার একেবারে নতুন ভূমিকায় শুভশ্রী। নিজেকে টোনড করতে উঠেপড়ে লেগেছেন শুভশ্রী। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমখানায়। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটাগরিকদের মন্তব্য, পর্দার গ্ল্যাম গার্ল আবার ফিরছেন। এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায়। 

পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। একজন লিখেছেন, ‘‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’’  ছবি: অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া। 

Find out more: